চরিত্রের খাতিরে কমিয়েছিলেন ওজন। এখন গুরুতর লিভারের সমস্যায় ভুগছেন জনপ্রিয় এই অভিনেতা, তবে কি ওজন কম করে কি তার শরীর খারাপ এর কারণ?

বডি ট্রান্সফরমেশনের জন্য ফের একবার শারীরিক সমস্যার সম্মুখীন হলেন এক বলিউড অভিনেতা। হিন্দি সিনেমা আর সিরিজের পরিচিত অভিনেতা সত্যজিৎ দুবে ১০ কিলো ওজন বাড়াতে গিয়ে সম্মুখীন হয়েছেন লিভারের রোগের। তার পরবর্তী ছবি অ্যায়ে জিন্দেগিতে ( Aye Zindagi) চরিত্রের খাতিরে তাকে ১০ কেজি ওজন কমাতে হয়েছিল। এর ফলে এখন গুরুতর লিভার সিরোসিসের শিকার হয়েছেন তিনি। সূত্রের খবর, সিনেমার কাজের জন্য দ্রুত ওজন কমাতে গিয়েই তার এই শারীরিক সমস্যা।

সত্যজিৎ দুবে Prassthanam-এ ভিলেন ভিভাবের চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এছাড়াও Mumbai Diaries: 26/11- তে সত্যজিতের অভিনয় নজর কেড়েছিল সকলের। সত্যজিৎ বরাবরই কোন ছবি বা সিরিজে অভিনয়ের জন্য নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে চান। অ্যায়ে জিন্দেগি ছবির চরিত্রের খাতিরে তাই দ্রুত তাকে ওজন কমাতে হয়েছিল।

প্রতিদিন তিনি ওজন কমানোর জন্য ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটতেন। এছাড়াও সারাদিন শুধু শসা আর টমেটো খেয়ে থাকতেন। সাথে থাকতো কিছু লিকুইড ডায়েট। এইভাবে মাত্র ২৭ দিনের মধ্যে ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেন সত্যজিৎ। কিন্তু চরিত্রের খাতিরে ফের তাকে ওজন বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়। সেই সময় তিনি মাত্র তিন দিনের মধ্যে পিৎজা খেয়ে ওজন বৃদ্ধির চেষ্টা করেন। সেটাই কাল হয় তার। ফের দ্রুত ওজন বৃদ্ধি করতে গিয়ে লিভার সিরোসিসের মুখোমুখি হন তিনি।

ছবিটি সম্পর্কে বলতে গিয়ে সত্যজিৎ জানিয়েছেন, “যখন আমি এই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হই তখন আমার কোন শারীরিক সমস্যা ছিল না। কিন্তু চরিত্রের খাতিরে শারীরিক গঠনের পরিবর্তন দরকার ছিল। ওজন কমানোর জন্য আমি শুধু শসা আর টমেটো খেয়ে থাকতাম। চরিত্রের খাতিরে ফের ওজন বৃদ্ধি করতে গিয়ে পিৎজা খেতে শুরু করি। আমার মাথায় একটাই চিন্তা ছিল, আমার লুক যেন চরিত্রের সাথে মানানসই হয়।”

Comments are closed.