ডেঙ্গি মোকাবিলায় ৫টি পরিদর্শক দল গঠন করল স্বাস্থ্য ভবন, ৪ দল দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জন্য ১টি

ডেঙ্গি নিয়ে পাঁচ নজরদারি বা পরিদর্শক দল গড়ল স্বাস্থ্য ভবন। বিশেষজ্ঞ দের নিয়ে তৈরি হবে এই দল। দলে থাকবেন এক চিকিৎসক, একজন শিশুরোগ বিশেষজ্ঞ অথবা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আর থাকবেন একজন নার্স। রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তাই নজরদারি দল গড়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।

এই পাঁচ নজরদারি দল শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালে ঘুরবেন,যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। জানা গিয়েছে, এখন যে বিশেষজ্ঞ দল রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখছেন,তাঁদের নিয়ে গঠিত হবে তিনটি দল। মেডিক্যাল শিক্ষকদের নিয়ে গঠিত হবে আরেকটি দল আর উত্তরবঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে তৈরি হবে আরেকটি দল।

একটি দল কলকাতায় নজর রাখবে। আরেকটি দল নজর রাখবে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে। তিন নম্বর দলটি নজর রাখবে হাওড়া, হুগলি জেলার বিভিন্ন হাসপাতালে। চতুর্থ দল নজর রাখবে মুর্শিদাবাদ ও নদিয়া র বিভিন্ন হাসপাতালে। আর পঞ্চম দলটি নজর রাখবে উত্তরবঙ্গে।

উল্লেখ্য, হাওড়া ও হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। অন্য দিকে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৪ জনের। শুক্রবার কলকাতায় আরও ১ ডেঙ্গি আক্রান্তর মৃত্যু হয়। এই অবস্থায় মাইকিং করে প্রচার চালাচ্ছে সরকার।

Comments are closed.