ধারাবাহিক অশান্তির জের, সরানো হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে 

হাওড়ার একাংশ তুমুল অশান্তির জের। সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি. সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হয়েছে। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ ত্রিপাঠি। ২০০৪-এর ব্যাচের এই আইপিএস অফিসার কলকাতা পুলিশের এডিশন্যাল কমিশনার পদে ছিলেন। তাঁকে হাওড়ার দায়িত্ব দেওয়া হল। 

অন্যদিকে হাওড়া গ্রামীনের এসপি পদ থেকে সরানো হয়েছে সৌম্য রায়কে। তাঁর জায়গায় হাওড়া গ্রামীনের এসপি পদে আনা হচ্ছে স্বাতী ভাঙ্গারকারকে। কলকাতা পুলিশের শীর্ষ পদে ছিলেন তিনি। সৌম্য রায়কে কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের জয়েন্ট কমিশনার পদে আনা হচ্ছে। 

গত কয়েকদিন ধরে রাস্তা অবরোধ থেকে শুরু করে হাওড়ার একাংশে তুমুল অশান্তি শুরু হয়েছে। মনে করা হচ্ছে তার জেরেই হাওড়া পুলিশের শীর্ষপদে এই রদবদল। যদিও নবান্নের তরফে জানানো হয়েছে, হাওড়ার অশান্তির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটি একটি নিয়ম মাফিক রদবদল। 

উল্লেখ্য, পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদের নামে গত কয়েকদিন হাওড়ার একাংশে কার্যত তান্ডব চালায় বিক্ষোভকারীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়ে। এই আবহে অশান্তি রুখতে উলুবেড়িয়া, পাঁচলা সহ বিস্তীর্ন অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী সোমবার পর্যন্ত হাওড়া জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে।    

Comments are closed.