বিমানবন্দর থেকে হাওড়া নন স্টপ এসি বাস পরিষেবা চালু হল, ভাড়া কত জানেন?

বিমানবন্দর থেকে হাওড়া এবার যাওয়া যাবে মাত্র ১ ঘন্টায়। মঙ্গলবার থেকে চালু হল WBTCর দুটি এসি শাটল বাস। মাঝে কোথাও থামবে না এই বাস। ASS1 নামে এই বাস এয়ারপোর্ট থেকে ছাড়ার পর কৈখালি-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদীবাগ হয়ে হাওড়া স্টেশনে যাবে। একই পথ দিয়ে হাওড়া ফিরবে বাসটি। ভোর থেকে রাত পর্যন্ত বাসের পরিষেবা পাওয়া যাবে। মঙ্গলবার বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

বাসটি মাঝে কোথাও থামবে না বলে কোনও যাত্রী ওঠানামা করতে পারবেন না। যদি কোনো যাত্রীর একান্ত বাস থেকে নামার প্রয়োজন হয়, তবে এটি এসপ্ল্যানেড এলটুয়েন্টি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াবে। মাত্র ৩ মিনিটের জন্য বাসটি এসপ্ল্যানেড এলটুয়েন্টি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াবে। আর বাসের ভাড়া মাত্র ১০০ টাকা।

আপাতত দুটি ই-বাস দিয়ে বাস পরিষেবার সূচনা করা হয়েছে। পর চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। এইনিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ, তাঁরা যেন টার্মিনালের ভিতরে ও বাইরে পাবলিক অ্যাড্রেস ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কে যাত্রীদের জানিয়ে দেন।

Comments are closed.