২ বছরে রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, ১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা অর্থমন্ত্রী অমিত মিত্রের

আগামী ২ বছরের মধ্যে বাংলায় শিল্পে ৫ হাজার ২২২ কোটি টাকা বিনিয়োগ হবে। তৈরি হবে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

রাজ্যের অর্থমন্ত্রী বলেন, আগামী দু’বছরের মধ্যে এরাজ্যের শিল্পক্ষেত্রে ৫,৫২২ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন অমিত মিত্র।
এদিন সিআইআইয়ের অনুষ্ঠান থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারের নোটবন্দি ও জিএসটি নীতির সমালোচনায় মুখর হন রাজ্যের অর্থমন্ত্রী। বলেন, মোদী সরকারের নোটবন্দি ও হঠকারীভাবে জিএসটি চালুর সিদ্ধান্ত ছিল চরম ভুল। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বাংলার অর্থনৈতিক অবস্থা অনেকের চেয়ে ভালো বলে দাবি করেন অমিত মিত্র। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংশা করে অমিত মিত্র বলেন, যেখানে গত ত্রৈমাসিকে দেশের বৃদ্ধির হার ৫ শতাংশে নেমে গিয়েছে, সেখানে বাংলার জিএসডিপি বৃদ্ধির হার ছুঁয়েছে ১২.৬৮ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। অমিত মিত্র জানান, শিল্পক্ষেত্রে অন্যান্য রাজ্যের চেয়ে বহু এগিয়ে পশ্চিমবঙ্গ। তারই প্রমাণ রাজ্যে এমন বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি হওয়া।

Comments are closed.