দার্জিলিংয়ের স্থায়ী সমাধান করে দেব; কার্সিয়ঙে প্রশাসনকি বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর 

সোমবার প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গকে আলাদা করার দাবির তীব্র বিরোধিতা করে বিজেপিকে একহাত নিয়েছিলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার কার্সিয়ঙে প্রশাসনিক বৈঠক থেকে জানালেন, পাহাড়ের স্থায়ী সমাধান করবে তাঁর সরকার। 

মঙ্গলবারের প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ের ছোট বড় সব দলকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রোশন গিরি, অনীত থাপাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমায় সুযোগ দিন, আমি ঠিক পাহাড়ের স্থায়ী সমাধান করে দেব। সেই সঙ্গে পাহাড়বাসীর উন্নয়নের জন্য সব দলের প্রতিনিধি, এবং শিল্পগোষ্ঠীদের নিয়ে একটি কমিটি গঠন করে পরিকল্পনারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কালী পুজো, ছট ইত্যাদি মিটে গেলে তিনি ফের পাহাড়ে এসে একপ্রস্থ আলোচনা করবেন জানান। 

জিটিএ নির্বাচনের কথাও মঙ্গলবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ হয়ে গেলেই নির্বাচন করা হবে। তার আগে পাহাড়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তাও মিটিয়ে ফেলার কথা বলেন তিনি। নাম না করে এদিন বিজেপিকেও আক্রমণ শানান তৃণমূল নেত্রী। বলেন, কিছু বহিরাগতরা এসে পাহাড়ে গণ্ডগোল পাকায়। এখানকার লোকেরা তাতে জড়িত নয়। 

Comments are closed.