চলতি অর্থবর্ষে বাংলার ১২ লক্ষ পড়ুয়া পাচ্ছে ‘সবুজ সাথী’ সাইকেল

বাংলার ১২ লক্ষ পড়ুয়া পাচ্ছেন সবুজ সাথী সাইকেল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে রাজ্যের ১২ লক্ষ পড়ুয়াকে সবিজসাথী প্রকল্পে সাইকেল তুলে দেবে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে কত জন পড়ুয়া সবুজ সাথী সাইকেল পাওয়ার উপযুক্ত, সেই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। সেইমত দেখা গিয়েছে, ১২ লক্ষ পড়ুয়া পাচ্ছেন সবুজ সাথীর সাইকেল।

সাইকেল দেওয়ার দিক দেখাশোনা করছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সাইকেল উৎপাদক সংস্থাকে টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও দুমাস সময় লাগবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলায় ১ লক্ষের বেশি সাইকেল দেওয়া হবে। এই প্রকল্পে এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনার পড়ুয়ারা বেশি সাইকেল পেয়েছে। এরপরেই নাম আছে দক্ষিণ ২৪ পরগনার। প্রকল্প শুরুর পর থেকে ১ কোটির বেশি সাইকেল দেওয়া হয়েছে পড়ুয়াদের।

এর আগে কোভিডের কারণে সাইকেল প্রদান করা সেইভাবে হয়নি। তাই চলতি অর্থবর্ষে সবুজ সাথী প্রকল্প সঠিকভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। উল্লেখ্য, সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে, মেয়েদের স্কুলমুখী করতে, মাঝপথে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুলছুট রুখতে, বাল্যবিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবুজ সাথী প্রকল্প তৈরি করেন।

Comments are closed.