বিদেশের মাটিতে সোনা জয় বাংলার তরুণের, আত্মরক্ষার্থে মেয়েদের জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণশালা গড়ে তুলতে চায় সে

বাংলার নাম উজ্জ্বল করল বাংলার কিশোর। বিদেশের মাটিতে ক্যারাটেতে সোনা জয় করল বাংলার কুশল। হাওড়া ডোমজুড় কলোড়ার বাসিন্দা কুশল ঘোষ। মালয়েশিয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ওকিনাওয়া গুজু রই ইপো সিটি ক্যারাটে ওপেন চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছে কুশল। আন্ডার ৮৪ বিভাগে জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জয় করেছে সে।

প্রদীপ ঘোষ ও পম্পা ঘোষের ছেলে কুশল। ছোট থেকেই কষ্ট করে বড় হয়েছে কুশল। বাবা গ্রামের একটি দোকানের কর্মচারী, মা গৃহবধূ। প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হলেও ছোট থেকে কুশলের স্বপ্ন ছিল ক্যারাটে চ্যাম্পিয়ন হওয়ার। কষ্ট করে হলেও তাঁর বাবা সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েছিলেন। প্রশিক্ষণ নিতে শুরু করে কুশল।

তাঁর বাবা জানিয়েছেন, ক্যারাটে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল তাঁরও। কিন্তু অর্থের অভাবে খেলা বন্ধ হয়ে যায়। সংসারের হাল ধরতে বাধ্য হন তিনি। কিন্তু ছেলের সেই স্বপ্ন শেষ করতে চাননি বাবা প্রদীপ ঘোষ। তাই ছেলেকে ক্যারাটে চ্যাম্পিয়ন বানানোর প্রতিজ্ঞা করেছিলেন তিনি। তাই কষ্ট করে হলেও ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ওকিনাওয়ায় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছেলেকে মালয়েশিয়ায় পাঠাতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। পরিবারের অন্য সদস্য এবং লোন করে ছেলের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন।

প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা অনুশীলন করত কুশল। তাঁর লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সোনা নিয়ে আসা। কিন্তু এরজন্য দরকার অর্থ। সেইসঙ্গে বাড়াতে হবে অনুশীলন। কুশল জানিয়েছেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর মহিলাদের আত্মরক্ষার জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণশালা গড়ে তুলবে সে।

Comments are closed.