বাড়ল আবেদনের সময়সীমা, মাধ্যমিক পাশেই ভারতীয় ডাক বিভাগে দারুন চাকরির সুযোগ; জানুন বিস্তারিত 

মাসেই ভারতীয় ডাক বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে নিয়োগের আবেদনের শেষ তারিখ ধার্য করা হয়েছিল ১১ জুন। তবে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ১১ জুন থেকে তা বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হয়েছে।

নির্দিষ্ট দিনের মধ্যে indiapostgdsonline.gov.in- গিয়ে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। সেই সঙ্গে ২৪ থেকে ২৬ জুনের মধ্যে আবেদন পত্রের সংশোধনও করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে, ১২,৮১২। দেশের প্রায় সব রাজ্যেই পোস্টাল সার্কেলে শূন্যপদ রয়েছে। চাকরিপ্রার্থীদের বয়েসীমা হতে হবে ১৮ থেকে ৪০ মধ্যে। মাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন।

অনালাইন আবেদনের ভিত্তিতে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর মেরিট লিস্ট তৈরি হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষার ডিগ্রি থাকলেও দশম শ্রেণীর প্রাপ্ত নম্বরেকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Comments are closed.