৭১ শতাংশ মানুষের জনপ্রিয়তা নিয়ে ফের বিশ্বসেরা নেতার শিরোপা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফের একবার বিশ্বসেরা নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পিছনে ফেলে বিশ্বসেরার শিরোপা পেলেন নরেন্দ্র মোদী।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তরফে এক সমীক্ষায় জানা গিয়েছে, ৭১ শতাংশ সাধারণ মানুষের কাছে সেরার স্বীকৃতি পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তরফে বিশ্বের ১৩ জন নেতার তালিকা প্রকাশ করা হয়েছে। ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মধ্যে বিশ্বের নানা জায়গায় মানুষের মতামত নিয়েই জনপ্রিয়তার তালিকা তৈরি করেছে মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স। সেখানে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আছেন ষষ্ঠ স্থানে। তাঁকে ৪৩ শতাংশ মানুষ স্বীকৃতি দিয়েছেন। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে স্বীকৃতি দিয়েছেন ৪৩ শতাংশ মানুষ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে স্বীকৃতি দিয়েছেন ৪১ শতাংশ মানুষ।

এর আগেও ২০২০ সালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরার স্বীকৃতি পেয়েছিলেন। সেইসময় তিনি ৮৪ শতাংশ মানুষ মোদীকে সেরার স্বীকৃতি দিয়েছিলেন। এরপর ২০২১ সালের মে মাসেও মোদীর জনপ্রিয়তা ছিলেন ৬৩ শতাংশ। ওই বছরই সেপ্টেম্বর মাসে বিশ্বের সেরার শিরোপা পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments are closed.