ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে নয়া পদক্ষেপ ভারতীয় রেলের, রেললাইনে বসানো হবে সেন্সর সিস্টেম

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে নয়া পদক্ষেপ ভারতীয় রেলের। রেললাইনে বসানো হল সেনসিটিভ সেন্সর। এই সেন্সরের মাধ্যমে রেললাইনে হাতির দল এলেই রেলস্টেশনে বাজবে অ্যালার্ম। খবর চলে যাবে স্টেশন মাষ্টারের কাছে। তিনি চালককে সাবধান করে দিতে পারবেন। ডুয়ার্সের ডায়না রেলব্রিজ থেকে আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও রেলব্রিজ পর্যন্ত সেন্সর লাগানো হয়েছে।

অ্যালার্ম সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা দেখার জন্য রেললাইন ধরে সোমবার হাতির দলকে হাঁটানো হয়।

ডুয়ার্সের রেললাইনে প্রায় ট্রেনে কাটা পরে হাতি মৃত্যুর ঘটনা ঘটে। তাই হাতি মৃত্যু ঠেকাতে নয়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। হাতি মৃত্যু বন্ধ করতে এর আগেও ব্যবস্থা নিয়েছে রেল ও বনদফতর। জঙ্গল এলাকায় ট্রেনের গতি কম করে দেওয়া হয়। কিন্তু ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু বন্ধ করা যাচ্ছিল না। তাই এবার সেন্সর সিস্টেম লাগানো হচ্ছে। রেলের এই উদ্যোগে খুশি পরিবেশবিদরা।

Comments are closed.