চন্দননগরে ইন্দ্রনীল সেনের উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন, টিকা পেলেন শতায়ু

চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। এরমধ্যে নজরকাড়া বিষয় হল ভ্যাকসিন নিলেন ১০৫ বছর বয়সি বৃদ্ধ। বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসা হয় তাঁকে। ১০৫ বছরের ভ্যাকসিন প্রাপকের নাম হেমেন্দ্রনাথ মুখার্জি। চন্দননগর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি।

চন্দননগরে ৮০ বছর ঊর্দ্ধদের জন্য মুখ্যমন্ত্ৰীর নির্দেশে ও বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। কর্মসূচি শুরুর পর থেকেই প্রচুর বয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। ইন্দ্রনীল সেন নিজের উপস্থিত থেকে কাজের দেখাশোনা করছেন। ১০৫ বছরের বৃদ্ধার বাড়িতে গিয়ে ভ্যাকসিন প্রদান সত্যিই নজিরবিহীন।

ভ্যাকসিন নেওয়ার পর শান্তির হাসি দেখা যায় হেমেন্দ্রনাথ মুখার্জির মুখে। আর এলাকার বাকিদের মধ্যেও ছিল আনন্দ। এলাকাবাসীদের কথায়, এই ভাবেই সুন্দর ও সুস্থ হয়ে এগিয়ে যাক পিতৃ ও মাতৃতুল্য সকল প্রবীণ নাগরিক। সুস্থতার পথে হাত বাড়িয়ে দিন ইন্দ্রনীল সেন মহাশয় এর মতো উদার মানুষেরা। ইন্দ্রনীল সেনের কথায়, ভালো আছে বাংলা, আমার চেষ্টায় ভালো থাকবে চন্দননগর।

Comments are closed.