বছরের শেষ দিনে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল, চিনে নিন নতুন নগরপালকে 

বৃহস্পতিবারই তাঁর নাম ঘোষণা হয়ে গিয়েছিল। একুশের শেষ দিনে আনুষ্ঠানিক ভাবে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল। 

১৯৯৪ ব্যাচেত আইপিএস বিনীত গোয়েল এর আগে রাজ্য পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তবে তাঁর চাকরি জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নিউটাউন শ্যুটআউট। চলতি বছরে নিউটাউনের এক আবাসনে পাঞ্জাবের কুখ্যাত দুই গ্যাংস্টারকে ধরতে রাজ্য পুলিশের এসটিএফ যে অভিযান চালিয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন বিনীত। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব সামলেছেন তিনি। পুলিশ মহলে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। দক্ষ হাতে দুর্নীতি দমন শাখারও দায়িত্ব সামলেছেন। 

তবে বিতর্কেও জড়িয়েছেন। ২০১৯ সালে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণায় বসেন। সেই সময় মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র, আইন-শৃঙ্খলা বিষয়ক এডিজি অনুজ শর্মা, বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ এবং কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের সঙ্গে বিনীত গোয়েলও ধর্ণায় বসেছিলেন বলে অভিযোগ।যার জেরে বিনীত সহ সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

এবার সেই বিনীত গোয়েলের হাতেই কলকাতার দায়িত্ব দিল নবান্ন। উল্লেখ সৌমেন মিত্র অবসর নিলেও তাঁকে এখনই ছাড়তে নারাজ রাজ্য। কলকাতার পুলিশ কমিশনার হিসেবে অবসর নেওয়ার পর তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ করা হচ্ছে। 

Comments are closed.