যাচ্ছেন না দিল্লি, জিজ্ঞাসাবাদের জন্য ED-কে কলকাতায় আসার আর্জি রুজিরার

বাড়িতে ২ সন্তান রয়েছে। করোনা কালে দিল্লি যাওয়া ঝুঁকিপূর্ণ। কালীঘাটের বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। ইডিকে চিঠি লিখে অনুরোধ করেছেন রুজিরা ব্যানার্জি।

কয়লা কাণ্ডে গত ২৮ আগস্ট তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিসে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি’র নির্দেশ অনুযায়ী বুধবার, ১ সেপ্টম্বর ইডির দিল্লি অফিসে যাওয়ার কথা অভিষেক জায়ার।

ইডি-কে পাঠানো চিঠিতে রুজিরা আরও লিখেছেন, যে মামলা নিয়ে কথা বলার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে তার সূত্রপাত পশ্চিমবঙ্গে। ইডির কলকাতায় অফিস রয়েছে। আমিও কলকাতায় থাকি। তাই আমায় বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানাচ্ছি। তদন্তে সবরকম সাহায্য করবেন বলেও চিঠিতে আশ্বাস দেন অভিষেক পত্নী।

আগামী সোমবার অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠিয়েছে ইডি। এছাড়াও এই মামলায় রাজ্যের বেশ কয়েকজন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়েছে।

উল্লেখ্য বিধানসভা ভোটের আগে কয়লা কাণ্ডের তদন্তের জন্য ২৩ ফেব্রুয়ারি অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা।

Comments are closed.