টিকিট না পেয়ে বিজেপিতে ইটাহারের বিদায়ী TMC বিধায়ক অমল আচার্য

ফের ভাঙন তৃণমূলে। টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান অমল আচার্য।

ইটাহার বিধানসভা থেকে দু’বারের বিধায়ক অমল আচার্য। কিন্তু এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। এই আসনে প্রার্থী হয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। অমল আচার্যের সঙ্গে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাঁর বেশ কয়েকজন অনুগামী। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়িরা।

অমল আচার্য জানিয়েছেন, তৃণমূলে যোগ্য সম্মান না পেয়ে বিজেপিতে গেলাম। তাঁর অভিযোগ, তৃণমূল এখন গরুপাচার, কয়লা পাচারের সঙ্গে জড়িত। এছাড়াও তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন ধর্মের নামে ভোট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অমল আচার্য। অন্যদিকে অমল আচার্যের দল ছাড়ার প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ভোটে এই দলবদলের কোনও প্রভাব পড়বে না।

Comments are closed.