ফের নজির সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের; Qs World র‌্যাঙ্কিং-এ দেশের মধ্যে অষ্টম স্থানে যাদবপুর 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। Qs World র‌্যাঙ্কিং-এ দেশের মধ্যে অষ্টম স্থানে জায়গা করে নিল ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান। ‘সাস্টেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রমেন্টাল ইমপ্যাক্ট এন্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। 

সারা বিশ্বের মোট ৭০০ টি বিশ্ববিদ্যালয় এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছে। যার মধ্যে ভারত থেকে রয়েছে ১৫টি। আর এই ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুরের স্থান আট নম্বরে। দেশের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে জায়গা পেয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এছাড়াও ১৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। 

এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বিভিন্ন তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত মাসে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থানে ছিল যাদবপুরের নাম। এছাড়াও, সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করেছিল। তাতে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জন গবেষক, অধ্যাপক জায়গা পেয়েছিলেন। 

Comments are closed.