রাত ২টো-তেই বিধানসভার অধিবেশন, মুখ্যমন্ত্রীর ফোনের পরেও অনড় রাজ্যপাল 

মন্ত্রীসভার প্রস্তাবে টাইপের ভুল জেনেও রাত ২ টোয় বিধানসভার অধিবেশন ডেকেছিলেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্যপালকে ফোন করে বিষয়টির ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে ভুল মেনে নিয়ে, বিষয়টি সংশোধনের অনুরোধ জানিয়ে চিঠি লেখেন রাজ্যের মুখ্যসচিব। যদিও তার পরেও রাত ২ টোয় অধিবেশন ডাকা নিয়ে অনড় রাজ্যপাল জগদীপ ধনখড়। 

রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল মুখ্যসচিবের আর্জি খারিজ করে সাফ জানিয়ে দেন, মন্ত্রীসভার সিদ্ধান্ত ছাড়া তিনি কিছু করবেন না। আর যা নিয়েও স্বাভাবিক কারণেই রাজ্যের শাসক দল বেশ বিরক্ত। বিষয়টি নিয়ে আমলাদের একাংশও বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, অতীতেও রাজভবনে কোনও ফাইল পাঠাতে গিয়ে এরকম টাইপের ভুল হয়েছে। এই বিষয়গুলি ফোনেই মিটে যায়। 

রাজ্যের মন্ত্রীসভার পাঠানো প্রস্তাবে বিধানসভার শুরুর সময় 2 P.M এর জায়গায়  2 A.M লেখা ছিল। সেই ভুলকে ধরে নিয়েও রাত দুটোতেই অধিবেশন ডাকেন রাজ্যপাল। পরে ট্যুইট করে একথা তিনি জানানও। যা নিয়েও তোলপাড় শুরু হয়। যদিও বিভ্রান্তি কাটাতে রাজ্যপালকে ফোন করে বিষয়টির ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তারপরেও রাজ্যপালের অনড় মনোভাব বিষয়টিকে ফের রাজভবন বনাম নবান্ন দ্বন্দ্বে নিয়ে যাচ্ছে বলে অনেকের মত। 

Comments are closed.