ঝাড়খণ্ডে বিপর্যয়ের মুখে বিজেপি। ৮১ টি আসনের মধ্যে সকাল সাড়ে ১১ টায় ফল গণনার ট্রেন্ড অনুযায়ী কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) জোট এগিয়ে রয়েছে ৪০ টি আসনে। বিজেপি এগিয়ে ২৮ টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১৩ টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৪১ টি আসন।
গত ২০১৪ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল ৩৭ টি আসন। জেএমএম ১৯ টি এবং কংগ্রেস মাত্র ৬ টি আসন পেয়েছিল। পরে ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার ঝাড়খণ্ডে সরকার গড়েছিল বিজেপি।
২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি বিপুল সাফল্য পেয়ে সরকার গড়ার পর সম্প্রতি মহারাষ্ট্রে বিধানসভা ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। সেখানে সরকার গড়েছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। এবার ঝাড়খণ্ডেও কি হারের মুখে পড়তে চলেছে বিজেপি?
এই ঝাড়খণ্ডে ভোট প্রচারে এসেই অমিত শাহ বলেছিলেন ২০২৪ সালের মধ্যে গোটা দেশে এনআরসি হবে। নাগরিকত্ব আইন পাসের আবহে অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ড বিধানসভা ভোট। ফল গণনার ট্রেন্ড অনুযায়ী সেখানেও বিরাট ধাক্কার মুখে পড়তে চলেছে বিজেপি।
(ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফল গণনা চলছে। প্রতি মুহূর্তের ফলাফল আমরা আপডেট করব।)
Comments are closed.