নয়া নজির, বিশ্বের সেরা ২% বিজ্ঞানীদের মধ্যে ৪২ জনই যাদবপুরের, জানাল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় 

নয়া কীর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বিশ্বের ২% সেরা বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকাশিত তালিকায় এমনটাই দাবি করা হয়েছে। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২৯ জন গবেষক এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণার নিরিখে প্রতি বছর স্ট্যানফোর্ড থেকে বিশ্বের সেরা বিজ্ঞানীদের একটি তালকে প্রকাশ করা হয়। এবছর যাদবপুর ছাড়াও এই তালিকায় রয়েছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রজ, আইআইটি কানপুর। দেশের প্রথমশারির এই ৬টি ইউনিভার্সিটির পরেই রয়েছে যাদবপুরের স্থান। এই তালিকায় কলকাতা ইউনিভার্সিটিও রয়েছে। বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় সিউ থেকে রয়েছেন ১৩ জন। 

এই সাফল্যে স্বাভাবিক কারণেই খুশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপচার্য সুরঞ্জন দাস বলেন, গত বছরের তুলনায় যাদবপুর এবছর আরও এগিয়েছে। এই তালিকায় যাদবপুরের আগে কোনও কেন্দ্রীয় বা প্রাদেশিক বিশ্ববিদ্যালয় নেই। 

Comments are closed.