চলতি মাসেই আরও ৫৪ জন TET উত্তীর্ণকে চাকরি দিতে হবে; পর্ষদকে নির্দেশ জাস্টিস গাঙ্গুলির 

সোমবার ২৩ জনকে ২৩ দিনের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার ফের তিনি নির্দেশ দিয়েছেন, ৫৪ জন টেট উত্তীর্ণকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই চাকরি দিতে হবে। অর্থাৎ পুজোর আগেই পর্ষদকে মোট ৭৭ জনকে নিয়োগ করতে হবে। 

২০১৪ সালে ওই ৫৪ জন টেট পরীক্ষা দিয়েছিলেন। ওই বছর প্রশ্ন পত্রে ৬টি ভুল প্রশ্ন ছিল। পরে একটি মামলায় আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, ভুল প্রশ্নে উত্তরদাতাদের পুরো নম্বর দিতে হবে। দেখা যায় ওই ৫৪ জনের নাম্বার বাড়ায় তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। টেট উত্তীর্ণ হলেও তাঁদের কেন নিয়োগ দেওয়া হল না, সেই অভিযোগে আদালতে মামলা করেন তাঁরা। মামলাকারীদের আইনজীবীর দাবি, আদলতের নির্দেশের পরেও ওঁদের নিয়োগ দেওয়া হয়নি। প্রশিক্ষিত নন এমন অনেকে প্রাথমিকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। অথচ ওই ৫৪ জন প্রশিক্ষিত এবং টেট উত্তীর্ণ হয়েও এতদিন চাকরি পাননি। 

এদিকে পর্ষদের তরফে আগেই আদালতে জানানো হয়, বর্তমানে আর কোনও শূন্যপদ নেই। যদিও বিচারপতি গাঙ্গুলি এদিন নির্দেশ দিয়েছেন, শূন্যপদ না থাকলে প্রয়োজনে শূন্যপদ তৈরি করে ওই মামলাকারীদের চাকরি দিতে হবে। 

Comments are closed.