দুর্গাপুজোর পর এবার কালীপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। গিরীশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, নিউ মার্কেটের কাছে এস এন ব্যানার্জী রোডের উপর জানবাজার সম্মিলিত কালীপূজা সমিতি, শেক্সপিয়ার সরণীর ইউথ ফ্রেন্ড এবং কালীঘাটের হরিশ মুখার্জী রোডে ভেনাস ক্লাব আয়োজিত কালীপুজোর উদ্বোধন করেন মমতা ব্যানার্জি।
কেবল কলকাতায় নয়, প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ সফরে গিয়েও শিলিগুড়ির বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর কলকাতা ফিরে একাধিক কালীপুজো মণ্ডপের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি।