বিজেপির হয়ে প্রচারে নামবেন কঙ্গনা?

নেটিজেনদের কটাক্ষ তোয়াক্কা না করে #India_With_PM_Modi লিখে একাধিক টুইট করেছেন।

সারা দেশজুড়ে ভোট উৎসব প্রায় শুরুর দিকে। ইতিমধ্যেই ছয়টি রাজ্যের নির্বাচনী তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত। রাজনীতির জগতের সক্রিয় ভূমিকা পালন না করেও এবার ভারতীয় জনতা পার্টি (BJP) র দলীয় নেতা নরেন্দ্র মোদির হয়ে সোশ্যাল দুনিয়ায় ভোট প্রচার করতে ব্যস্ত কঙ্গনা রানাওয়াত।

মঙ্গলবার, নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন অভিনেত্রী। বিজেপি এবং পার্টির কর্ণধার নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লেখেন, “Looking at the current situation in the country it can be said that BJP is not a political party anymore it is a CULT and Narendra Modi is not just a leader anymore he is a RAGE…” অর্থাৎ বর্তমানে দেশের যা পরিস্থিতি, তাতে বিজেপি কোন রাজনৈতিক দলের সীমায় আটকে নেই, তা পরিণত হয়েছে এক ধর্মীয় অনুষ্ঠানে। অন্যদিকে নরেন্দ্র মোদি কোন রাজনৈতিক নেতা নন, তিনি সবার কাছে এখন “আবেগে”।

কঙ্গনার টুইট নেট নাগরিকদের প্রকাশ্যে আসতেই বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়ায় কমেন্ট বক্স ভড়ে যায়‌। কেউ কেউ নিজেকে নরেন্দ্র মোদির অন্ধভক্ত বলে জাহির করছেন। কেউ আবার, anti-Modi brigade লিখে কঙ্গনাকে কটাক্ষ করেছেন।

তবে নেটিজেনদের কটাক্ষ তোয়াক্কা না করে #India_With_PM_Modi লিখে একাধিক টুইট করেছেন।

Comments are closed.