শহরে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ কমাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে KMC

করোনার মধ্যে নতুন আতঙ্কে নাম ডেঙ্গি ও ম্যালেরিয়া। বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে আছে। আর জমা জল থেকেই ডেঙ্গি ও ম্যালেরিয়ার মশার জন্ম। যা নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। ৬ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন থেকে বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা।

জানা গেছে, কলকাতার বিভিন্ন নির্মীয়মান বাড়ির ছাদ, অব্যবহৃত জলাশয়, নর্দমা সব জায়গাতেই জীবানুনাশক স্প্রে করবে কলকাতা পুরসভা। এই বিষয়ে কেএমসি স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেছেন, কলকাতার ৭ নম্বর বরোর ডেঙ্গির প্রভাব সবথেকে বেশি। অন্যদিকে মধ্যকলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। ৪, ৫, ৬, ৭ বরোতে ম্যালেরিয়ার প্রকোপ সথেকে বেশি। তাই বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা।

Comments are closed.