কলকাতা মেট্রো পরিষেবায় যুক্ত হতে চলেছে চিনের ডালিয়ান রেক

কলকাতা মেট্রো পরিষেবায় যুক্ত হতে চলেছে চিনের ডালিয়ান রেক। প্রায় চার বছর পর কলকাতা মেট্রো পরিষেবায় যুক্ত হচ্ছে এই চিনা রেক। বিভিন্ন পরীক্ষার পর অবশেষে বসছে এই চিনা রেক।

এর আগে ২০১৯ সালের ৩রা মার্চ চিন থেকে ডালিয়ান রেক কলকাতায় আনা হয়। কিন্তু যাত্রী নিরাপত্তার বিষয়ে সেফটি সার্টিফিকেট মেলেনি এই চিনা রেকের। এছাড়াও আরও কিছু বিষয়ে চিনা রকের সেফটি সার্টিফিকেট মেলেনি। তাই দুই বছর নোয়াপাড়া কারশেডেই পড়ে ছিল রেকটি। এরপর চিন থেকে আনা ডালিয়ান রেকটি প্রায় ৩২ ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিল। এরপর রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র মেলার পর কলকাতা মেট্রো ১৪টি ডালিয়ান রেকের অর্ডার দিয়েছিল। তবে এখন একটি রেক এলেও ধাপে ধাপে বাকি ১৩ টি আনা হবে।

ডালিয়ান রেকের দরজা বেশি চওড়া। বসার আসন সংখ্যায় বেশি। পাশাপাশি এটির ঝাঁকুনিও কম। এছাড়াও উচ্চক্ষমতা সম্পন্ন এসি রয়েছে। সিসিটিভি ক্যামেরায় মোড়া কামরাগুলি। দুর্ঘটনা এড়াতে উন্নত ডিস্ক ব্রেক, উন্নত অগ্নিনির্বাপক সুরক্ষা ব্যবস্থা এবং আপদকালীন পরিস্থিতিতে যাত্রীদের বেরনোর জন্য র‌্যাম্প পথে রয়েছে অ্যান্টি-স্কিড রবার ফ্লোরিং রয়েছে।

Comments are closed.