বিজেপির ‘কর্মসূচি’র বদলে ‘ধর্মসূচি’, আমি দিদির ভক্ত, আমার গান ধর্মের বিভেদ করেনা, ভোটের প্রচারে বেরিয়ে নচিকেতা

কলকাতা পুরভোটে প্রচারে দেখা গেল নচিকেতা চক্রবর্তীকে। ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের সমর্থনে প্রচার করেন তিনি। আর প্রচারে বেরিয়ে বিজেপি, সিপিএমলে লাগাতার আক্রমণ করেন তিনি। বলেন, আগামী ১০ বছরেও বাংলায় দাঁত ফোটাতে পারবে না বিজেপি।

১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের সম্পর্কে তিনি বলেন, বাপ্পার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা দুজনে দুজনকে সম্মান করি, ভালোবাসি। নিজের ওয়ার্ডে খুব ভালোভাবে কাজ করেছেন তিনি। যদিও এর আগেও তৃণমূলের হয়ে প্রচারে দেখা গিয়েছে গায়ককে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা শোনা যায় নচিকেতার মুখে। বলেন, আমি বাংলার দিদিমণির বড় ভক্ত। বিজেপিকে আক্রমণ শানিয়ে নচিকেতার কথায়, ওদের কোনও কর্মসূচি নেই, শুধু ধর্মসূচি আছে। ভোটের আগে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে ওঁরা। আমার গান কখনওই ধর্মের বিভেদ করেনা। শুধু বিজেপি নয়, সিপিএমকেও তুলোধনা করেন নচিকেতা। বলেন, ওটা তো সিনিয়র সিটিজেনদের দল।

কলকাতা পুরভোটের প্রচারে একটি গানের অ্যালবাম রিলিজ হতে চলেছে। মদন মিত্র ও নচিকেতা চক্রবর্তী একসঙ্গে নতুন গান আনছেন। গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও ভাষ্যপাঠ করেছেন মদন মিত্র। অনলাইন প্ল্যাটফর্মে এই গান শোনা যাবে।

Comments are closed.