ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চার্জশিট পেশ কলকাতা পুলিশের; অভিযুক্তের তালিকায় দেবাঞ্জন সহ ৮

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চার্জশিট পেশ কলকাতা পুলিশের। বৃহস্পতিবার আলিপুর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসাররা।

জানা গিয়েছে, অভিযুক্তের তালিকায় ভুয়ো IAS দেবাঞ্জন দেব সহ আট জনের নাম রয়েছে। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, প্ৰতরণা সহ মোট ১৪টি ধারায় অভিযুক্তেদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় মোট ১৩১ জনের সাক্ষী নেওয়া হয়েছে। যার মধ্যে তদন্তকারী অফিসাররাও আছেন। ২ মাস পর আদালতে চার্জশিট পেশ গোয়েন্দা পুলিশের।

গত জুন মাসে কসবার একটি ভ্যাকসিন ক্যাম্প থেকে অভিযুক্ত দেবাঞ্জন দেবের কীর্তি ফাঁস হয়। ওই ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছিল, খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পরে যায় গোটা রাজ্যে। শুধু কসবার ক্যাম্প নয় এর আগেও একটি ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন দেয় দেবাঞ্জন দেব। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। সাংসদ মিমি চক্রবর্তীও ওই ক্যাম্প থেকে ভ্যাকসিন নেন। অভিনেতার অভিযোগেই দেবাঞ্জনকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। শুধু ভুয়ো ভ্যাকসিনই নয়, দেবাঞ্জনের প্ৰতরণার পরিধি দেখে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও তাঁকে বহু জায়গায় দেখা যায়। যা নিয়ে চরমে ওঠে শাসক বিরোধী তরজা।
শেষমেশ কসবা কাণ্ড নিয়ে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ।

Comments are closed.