ট্যুইট করে শুভেন্দুকে মাথার ও মেরুদণ্ডের ডাক্তার দেখানোর পরামর্শ কুণালের

অভিনব কায়দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের একবার আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। জোড়া ট্যুইটে নন্দীগ্রামের বিধায়ককে তীব্র কটাক্ষ করেছেন তিনি।

প্রথম ট্যুইটে কুণাল লেখেন, শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্য সরকার পুরো মেয়াদ চলবে না। বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শুভেন্দুকে উদ্দেশ্যে করে তাঁর টিপ্পনি, ভোটের আগে মেরুদণ্ড গেছিল, ভোটের পরে মাথাটাও গিয়েছে।

এখানেই থামেননি রাজ্যসভার প্রাক্তন সাংসদ। প্রকৃত ‘বন্ধুর’ মত মাথা এবং মেরুদণ্ডের চিকিৎসার জন্য শুভেন্দুকে কয়েকজন চিকিৎসকের খোঁজও দিয়েছেন।

দ্বিতীয় ট্যুইটে কুণাল লেখেন, বিরোধী দলনেতার জন্য পরামর্শ, মেরুদণ্ডের চিকিৎসার জন্য সুদীপ্ত ব্যানার্জি এবং মাথার চিকিৎসার জন্য তৃনাঞ্জন সারেঙ্গিকে দেখতে পারেন। এছাড়াও মানসিক রোগের চিকিৎসা করারও পরামর্শ দিয়েছেন কুণাল। ট্যুইটের শেষে কুণালের খোঁচা, বন্ধু হিসেবে কিছু পরামর্শ দিলাম, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য এর আগেও একাধিক বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে ট্যুইটে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তবে এবার বিরোধী দলনেতার উদ্দেশ্যে এহেন কটাক্ষপূর্ন ট্যুইট নজর কেড়েছে নেট নাগরিকদের।

যদিও এ নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Comments are closed.