তাঁর তৈরি তথ্যচিত্র মাতিয়ে এসেছে কান চলচিত্র উৎসব, ভুয়ো পুরস্কার দেখিয়ে দাবি করত দেবাঞ্জন

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আইএএস দেবাঞ্জন দেবকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচয় দেওয়ার আগে বন্ধু মহলে জানিয়েছিলেন, তাঁর নির্মিত তথ্যচিত্র কান ফ্লিম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন, দেবাঞ্জনের এক সময়ের বেস্ট ফ্রেন্ড।

ওই বন্ধুর দাবি, স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুদেরকে একাধিক মিথ্যে কথা বলতেন তিনি। কখনও টলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টরের সহযোগী তো কখনও রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জির মত পরিচালকের সহযোগী হিসেবে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় কাজ করছেন বলে বন্ধুমহলে জানিয়েছিলেন দেবাঞ্জন। এখানেই শেষ নয়, বন্ধুদের দেবাঞ্জন জানান, তাঁর সায়েন্স প্রজেক্ট রাষ্ট্রপতির পুরস্কার পর্যন্ত পেয়েছে।

কলেজ পড়াকালীন একদিন প্রিয় বন্ধুকে দেবাঞ্জন জানান, তাঁর তথ্যচিত্র ঐতিহ্যশালী কান চলচিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। নিজের মিথ্যেকে বিশ্বাসযোগ্য করে তুলতে, বন্ধুদের বাড়িতে ডেকে এওয়ার্ড পাওয়ার জন্য সেলিব্রেশনেরও আয়োজন করেন। কান চলচিত্রে পাওয়া ভুয়ো স্মারকও বন্ধুদের দেখান দেবাঞ্জন।

ওই বন্ধু সংবাদমাধ্যমে আরও জানান, ছোটো থেকেই দেবাঞ্জন বন্ধুমহলে মনযোগ পাওয়ার চেষ্টা করত। সেই কারণে সবসময় নিজেকে নিয়ে কিছু না কিছু কাল্পনিক গল্প ফাঁদত বন্ধু মহলে।

তদন্তকারীদের দাবি, গত বছর দেবাঞ্জনের বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়। তখনই তাঁর মা বাবা জানতে পারেন তাঁদের ছেলে ভুয়ো আইএএস।

Comments are closed.