কালিঝোড়ায় ধস, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন

উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কে কালিঝোড়ার কাছে ধস নামে। বুধবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কালিম্পঙে। তার জেরেই বৃহস্পতিবার এই ধস। ধসের জেরে বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাস্তায় নেমে পড়েছে বর্ডার রোড অর্গানাইজেশন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকেরা।

সেবকের করোনেশন সেতু পার করেই সেবক ও কালিঝোড়ার মাঝে হাতিশুঁড় এলাকায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট, বড় বিভিন্ন গাড়ি। এই বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এসপুন্নবলম বলেন, ধসের জেরে মাটি ও পাথর সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে জেলা প্রশাসন। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। সেইমত শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিন ধসের ফলে আটকে পড়েছেন বহু পর্যটক।

কয়েকদিন আগেই পাহাড়ে লাগাতাড় বৃষ্টির জেরে ধস নামে। দার্জিলিং ও কালিম্পং জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Comments are closed.