পুরীর মতোই জগন্নাথ মন্দির এবার দিঘায়, পুরভোটের প্রচারে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর 

পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই এবার দিঘায় তৈরি হবে মন্দির। বৃহস্পতিবার পুর ভোটের প্রচারে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানান, ইতিমধ্যেই এর জন্য ১২৮ টাকা বরাদ্দ করেছেন তিনি। খুব শীঘ্রই মন্দির নির্মাণের কাজ শুরু হবে।  

দিঘা সফরে গিয়ে সমুদ্রের ধারে জগন্নাথ মন্দির পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এদিনের  ঘোষণায় সেই পরিকল্পনায় সিলমোহর পড়ল। এছাড়া এদিন দক্ষিণেশ্বর মতোই কালীঘাটের স্কাইওয়াকের কথাও ঘোষণা করেন তিনি। এই বাবদ ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। 

হাতে আর মাত্র একদিন, তারপরেই শুরু কলকাতা পুরভোট। প্রার্থীদের সমর্থনে দক্ষিন কলকাতায় তিনটে জনসভা করেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার প্রথম সভাটি করেন বাঘাযতীনে, তারপর বেহালা যান মুখ্যমন্ত্রী। নিজের ওয়ার্ডের প্রার্থী কাজরী ব্যানার্জির সমর্থনেও সভা করেন মমতা ব্যানার্জি।    

Comments are closed.