‘জেলার ছেলে-মেয়েরা অসাধারণ পারফর্ম করেছে, শহরের পড়ুয়ারা গর্বিত করেছে’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মাধ্যমিকে সফল প্রার্থীদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এদিন পরপর দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী।

https://twitter.com/MamataOfficial/status/1532588581717348352?t=5BJQpp9jdNgg1Dx8yg3_TA&s=19

প্রথম টুইটে তিনি লেখেন, মাধ্যমিক পরীক্ষার সফল ছাত্র এবং প্রথম সারিতে থাকা ছাত্র ছাত্রীদের অভিনন্দন! আমাদের জেলার ছেলে-মেয়েরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, অন্যদিকে শহরের ছাত্ররাও আমাদের গর্বিত করেছে।

অন্য একটি টুইট করে তিনি বলেন, সকল অভিভাবক, শিক্ষক, বিদ্যালয়কে ধন্যবাদ। পর্ষদ দ্রুত ফলাফল ঘোষণা করেছে। ২০২৩ সালের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। যারা প্রত্যাশার চেয়ে কম করেছে তাঁদের অবশ্যই ভবিষ্যতে আরও ভাল লড়াই করার সংকল্প করতে হবে।

শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। এই বছরেও দেখা যায় জেলার জয়জয়কার হয়েছে। প্রথম দশের তালিকায় আছেন ১১৪ জন। 693 পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন দুই ছাত্র। বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের রৌণক মন্ডল। দ্বিতীয় স্থানে মালদার কৌশিকী সরকার। তাঁর প্রাপ্ত নম্বর 692। কলকাতা থেকে শ্রুতর্ষি ত্রিপাঠী 690 পেয়ে চতুর্থ স্থান পেয়েছেন। কলকাতা পাঠভবন থেকে চতুর্থ শ্রুতর্ষি ত্রিপাঠি।

Comments are closed.