মাত্র ১ টাকায় ১ লিটার পেট্রোল! বিধায়কের অবাক কাণ্ডে শোরগোল 

পেট্রোল ডিজেল আক্ষরিক অর্থেই তরল সোনা হয়ে উঠছে। ঊর্ধ্বমুখী দামের ঠেলায় নাজেহাল মধ্যবিত্ত। এই সময় যদি আপনি শোনেন মাত্র ১ টাকায় আপনি পেয়ে যাবেন ১ লিটার পেট্রোল। স্বাভাবিকভাবেই অবাক হবেন। প্রশ্ন জাগতেই পারে, এটা কি সত্যি সম্ভব? কিন্তু তাই ঘটেছে। বিধায়ক নিজের জন্মদিনে ১ টাকার বিনিময়ে ১ লিটার পেট্রোল ‘বিলি’ করলেন। 

ঘটনাটি মহারাষ্ট্রের থানে জেলার। সেখানকার শিব সেনা বিধায়ক প্রতাপ সারনাইক নিজের জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় কৈলাশ পেট্রোল পাম্প থেকে লিটার পিছু ১ টাকা দামে পেট্রোল দিলেন একদিনের জন্য। প্রায় ১ হাজার জনকে এদিন এই দামে পেট্রোল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই গোটা দেশে এই খবরে হৈচৈ পড়ে গিয়েছে। 

উল্লেখ্য এর আগে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর আশা ডোঙরে সমাজকর্মী সন্দীপ ডংরে এবং আব্দুল সালেমের সঙ্গে মিলে সস্তায় পেট্রোল বিলি করেছিলেন। যা নিয়েও ব্যাপক চর্চা হয়েছিল। প্রসঙ্গত এদিন মুম্বাইয়ে ১২০.৫১ টাকা ছিল লিটার প্রতি পেট্রোলের দাম ডিজেলের দাম ১০৪.৭৭ টাকা। 

Comments are closed.