Mamata: ৫ মের পর ১৮ বছরের বেশি সকলকে বিনা পয়সায় ভ্যাকসিন দেব

পিএম কেয়ারের টাকা কোথায় গেল? কেন্দ্র সরকারের উচিত সকলকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া। দক্ষিণ দিনাজপুরের তপনের জনসভা থেকে নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার তপনের সভা থেকে তৃণমূল নেত্রীর অভিযোগ, দেশে আর ভ্যাকসিন নেই, সব বিদেশে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এর মধ্যেও বাংলার মানুষ ইতিমধ্যে ৪৩ লক্ষ ডোজ ভ্যাকসিন পেয়েছেন। ভ্যাকসিনের দাম নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, কেন্দ্র পাচ্ছে ১৫০ টাকায় আর রাজ্য কিনলে ৪০০ টাকা! তাঁর প্রতিশ্রুতি, ৫ মের পর আমি ১৮ বছরের বেশি সকলকে বিনা পয়সায় ভ্যাকসিন দেব।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে তপনের সভা থেকে তিনি মোদীকে আক্রমণ করে আরও বলেন, বিজেপি বলে ওয়ান নেশন, ওয়ান পলিটিশিয়ান, ওয়ান গভর্মেন্টের কথা। আর যখন ভ্যাকসিনের সময় বলবে ওয়ান ভ্যাকসিন মেনি প্রাইস! তিনি বলেন, ইজরায়েলে এখন কেউ মাস্ক পড়ে না। কিন্তু মোদীর অবহেলার জন্য ভারত এখনও করোনা মুক্ত হতে পারেনি। করোনার জন্য মোদী সাধারণ মানুষকে দোষ দিচ্ছেন। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিল বিজেপি বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।

এদিন তিনি বলেন দক্ষিণ দিনাজপুর জেলা একসময় সিপিএমের গড় ছিল। গত লোকসভায় অর্পিতা ঘোষকে প্রার্থী করেছিলাম। কিন্তু হেরে যায়। এরপর আমি অর্পিতাকে রাজ্যসভার এমপি করি। ও যেন এই জেলার জন্য কাজ করতে পারে, তাই ওকে রাজ্যসভায় নিয়ে গেলাম।

Comments are closed.