বিজেপি মানসিক রোগগ্রস্ত, মোদীকে আক্রমণের সুর আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি মানসিক রোগগ্রস্ত। রাজ্যের সবকটি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার বিজেপির দাবি নিয়ে মুখ খুলে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূলের লোকসভার ৪২টি আসনের প্রার্থীদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী। সেখানেই বিজেপিকে নজিরবিহীন আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই দিল্লিতে কমিশনের কাছে রাজ্যের সবকটি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিজেপির এই দাবির প্রেক্ষিতেই এবার তীব্র প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বিজেপিকে মানসিক রোগগ্রস্ত বলে উল্লেখ করে মমতার তোপ, রাজ্যের মানুষকে অপমান করেছে বিজেপি। এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি সংবাদ মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ মমতার। বাংলার সংবাদমাধ্যমকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বাংলা নিয়ে এত স্পর্শকাতর কেন বিজেপি? বিজেপি এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়া কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর আর্জি প্রকাশ করেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, দেশ বাঁচাতে নয়, নেতাদের আড়াল করতেই কেন্দ্রীয় বাহিনী চাইছে বিজেপি। ওদের কোনও রাজনৈতিক দল বলে মনে করি না বলেও এদিন তোপ দাগেন মমতা। মোদী-অমিত শাহকে রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে বলেই রাজ্যের প্রতি এমন মনোভাব নেওয়া হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, দেশের প্রত্যেকটা সাংবিধানিক সংস্থা থেকে আইন শৃঙ্খলা, বিজেপি শাসনে সম্পূর্ণ বিপর্যস্ত। তৃণমূল নেত্রীর প্রশ্ন, ত্রিপুরা, উত্তর প্রদেশে কী অবস্থা? এভাবে বাংলার জনগণকে অপমান করছে বিজেপি, বলেও এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সবকটি আসন জিতে মানুষই তার জবাব দেবে বলেও দাবি তৃণমূল নেত্রীর।

Comments are closed.