বুদ্ধদেব বাবুর কথা মনে আছে… চোরেদের মন্ত্রিসভায় থাকবো না…; শিক্ষক দিবসের অনুষ্ঠানে সিপিএমকে তীব্র কটাক্ষ মমতার

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বহু চর্চিত একটি মন্তব্যকে হাতিয়ার করেই সিপিএমকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএমকে তাঁর কটাক্ষ, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মনে আছে? বলছিলেন, চোরদের মন্ত্রিসভায় থাকবো না। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে, দুর্নীতি ইস্যুতে  বিরোধীদের পাল্টা এক হাত নেন মুখ্যমন্ত্রী। আন্দলনরত চাকরি প্রার্থীদের প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ছেলে মেয়ে রাস্তায় বসে আছেন। আমি আগের শিক্ষামন্ত্রীকে বলে ছিলাম ওঁদের সমস্যা মিটিয়ে দিতে । উনি বলছিলেন, ওঁদের পর্যাপ্ত নাম্বার নেই। পাশপাশি এদিন মুখ্যমন্ত্রী ফের একবার নাম না করে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একহাত নেন। বলেন, একদল আছে, কিছু হলেই আদালতে গিয়ে মামলা করে দিচ্ছে। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওঁদের সমস্যার সমাধান একমাত্র আমরাই করতে পারব। পাশপাশি তিনি এদিন আরও একবার ঘোষণা করেন, খুব শীঘ্রই ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর। 

Comments are closed.