নাম না করে মোদী-অমিত শাহকে দুর্যোধন-দুঃশাসন বলে আক্রমণ মমতার, বললেন সরকার গিয়েছিল ‘কুম্ভকর্ণের নিদ্রায়’

শেষ পাঁচ বছরে দেশে দুর্যোধন ও দুঃশাসনের শাসন চলেছে, কুম্ভকর্ণের নিদ্রায় গিয়েছিল সরকার, মোদী সরকারের তীব্র সমালোচনা করে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়ায় সভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে বিজেপিকে তীব্র ভাষায় বিঁধে মমতা বলেন, গত পাঁচ বছরে দেশে দুর্যোধন-দুঃশাসনের শাসন চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে সভা করতে এলে তাঁর কাজের হিসেব চান, কিন্তু মানুষ গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী হিসেবে মোদী কী করেছেন সে হিসেব দেখতে চায়। মমতার কটাক্ষ, পাঁচ বছরে কেবল কুম্ভকর্ণের ঘুম দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানকে বিঁধে মমতার ঘোষণা, প্রত্যেক রবিবার দেশের মানুষকে মোদীর অনুষ্ঠান শুনতে হোত। এমনকী টেলিভিশন চ্যানেলও নিজের নামে বের করেছেন নরেন্দ্র মোদী, কটাক্ষ মমতার। তাঁর আরও অভিযোগ, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মোদীর হেলিকপ্টারে তল্লাশি চালালেই সরকারের কোপে পড়তে হচ্ছে। পাশাপাশি এদিনের সভা থেকেও ফের মমতা বলেন, যে প্রধানমন্ত্রী নিজের স্ত্রীয়ের দেখাশুনো করেন না, তিনি কীভাবে দেশের মানুষের দেখাশোনা করবেন!

Comments are closed.