কোথাও গেলে সেখানকার একজন সাধারণ মানুষে হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সফরে কখনও মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে দোকানে ঢুকে চা তৈরি করছেন আবার পাহাড় সফরে গিয়ে কোনও ছোট্ট দোকানে ঢুকে মোম বানাতে দেখা গিয়েছে। এবার পাহাড় সফরে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ্যমন্ত্ৰী।
মকাইবাড়ি চা বাগানে তাঁকে দেখা গেল একেবারে অন্যরকম ভূমিকায়। চা শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী সাদা-লাল পোশাক, পিঠে ঝুড়ি। বাগানশ্রমিকদের সঙ্গে মিশে চা পাতা তোলা শিখলেন। পাতা তুলতে তুলতে শ্রমিকদের সঙ্গে গানেও গলা মেলালেন।
একই সঙ্গে চা শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উপহার সামগ্রী তুলে দেন তিনি। সব মিলিয়ে মকাইবাড়ি গিয়ে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে।
Comments are closed.