দশ বছর ‘খেয়েদেয়ে’ ভোটের সময় অন্যদের সঙ্গে বোঝাপড়া বরদাস্ত নয়! কাকে বার্তা মমতার?

দশ বছর খেয়েদেয়ে ভোটের সময় অন্য দলের সঙ্গে বোঝাপড়া বরদাস্ত করব না। উত্তরবঙ্গের জলপাইগুড়ির সভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার জলপাইগুড়ির এবিপিসি মাঠের কর্মিসভা থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি ‘বিক্ষুব্ধ’ নেতাদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, মানুষকে বোঝান সমস্যার মধ্যেও এত কাজ  হচ্ছে। এখন ‘এ’ বড় নাকি ‘বি’ বড় সেটা দেখার সময় নয়। এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ভোটের আগে বোঝাপড়া করে বিরোধিতা করবেন, এটা বরদাস্ত করব না। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মমতার বার্তা,’দশ বছর পার্টির সঙ্গে থেকে সবটা খেয়ে, সরকারের সবটা খেয়ে ইলেকশনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করব। এটা কিন্তু আমি টলারেট করি না।’ কাকে বার্তা দিলেন মমতা ব্যানার্জি?

পুরনো-নতুন সব কর্মীকে মিলেমিশে কাজ করার কথা বলেন তিনি। বলেন বিজেপির বিরুদ্ধে যুদ্ধ জেতাই একমাত্র লক্ষ্য। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। শুভেন্দুর সঙ্গে আলোচনা প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর মমতা দলের অন্দরে পরিষ্কার করে দিয়েছেন যে শুভেন্দু ইস্যু ক্লোজড চ্যাপ্টার। এর মধ্যে সোমবারই শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু তাঁর জন্মদিনে ফের ‘অরাজনৈতিক’ সভা করছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। এই প্রেক্ষিতে মমতার মন্তব্যকে বিশেষ অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Comments are closed.