আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, দামে লাগাম টানতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী 

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। এই অবস্থায় বেড়ে চলা দামে রাশ টানতে উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার এই লক্ষ্যে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দৈনন্দিন সামগ্রীর দাম কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা ব্যানার্জি। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা, বাজার কমিটির সদস্য, পুলিশ এবং বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্সের আধিকারিকরা। 

ইতিমধ্যেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল। জ্বালানির দামের প্রভাব পড়েছে সব জিনিস পত্রেই। এই আবহে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহলের একাংশ। 

উল্লেখ্য এদিন মানিকতলা বাজারে আলুর দাম ছিল কেজি প্রতি ২০ থেকে ২২ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি ২৭ থেকে ২৮ টাকা। একইভাবে সরষের তেল কেজি প্রতি ১৭০ থেকে ২০০ টাকা, মসুরির ডাল ১২০ টাকা প্রতি কেজি। 

 

Comments are closed.