খেলা শেষ! ১০-৮ গোলে মোদীকে হারালেন মমতা

১৮ টির মধ্যে ১০ টি আসনেই ভরাডুবি হয়েছে বিজেপির

ভোট প্রচার করতে মোদী বাংলায় এসেছিলেন মোট ১৮ বার। আসুন দেখে নেওয়া যাক, বাংলার ভোটে স্টার প্রচারক নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন?

রবিবার ফল প্রকাশের পর দেখা গেল ১৮ টির মধ্যে ১০ টি আসনেই ভরাডুবি হয়েছে বিজেপির।

 

জনসভা ১

চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন নয়না ব্যানার্জি এবং প্রতিপক্ষে বিজেপির দেবদত্ত মাঝি।

কী বলেছিলেন মোদী?
চৌরঙ্গী কেন্দ্রের জন্য ব্রিগেডে সভা করেছিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন আসল পরিবর্তনই বাংলায় বিজেপির মূল মন্ত্র।

ফল
সেখানে ৭০ হাজার ১০১ টি ভোট পেয়েছে জয়ী তৃণমূল প্রার্থী। আর বিজেপি প্রার্থী পেয়েছেন ২৪ হাজার ৭৫৭ ভোট।

 

জনসভা ২

জয়নগরে তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস, বিজেপির রবীন সর্দার।

কী বলেছিলেন মোদী?

জয়নগরে মোদী বলেছিলেন, আমি এই অঞ্চলে ‘আসল পরিবর্তনের’ তরঙ্গ প্রত্যক্ষ করতে পারছি।

ফল
১ লাখ ০৪ হাজার ৯৫২ টি ভোট পেয়ে জয়ী তৃণমূল। ৬৬ হাজার ২৬৯ ভোট পায় বিজেপি।

 

জনসভা ৩

উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসু, বিজেপির প্রত্যুষ মন্ডল।

কী বলেছিলেন মোদী?

বাংলার মানুষের সিদ্ধান্ত, দিদি এবার যেতেই হবে।

ফল

৮৬ হাজার ৫২৬ টি ভোট নিয়ে জয়লাভ করল তৃণমূল। বিজেপির ভাণ্ডারে ৬৯ হাজার ৪০০ টি ভোট।

 

জনসভা ৪

হরিপাল কেন্দ্রে তৃণমূল প্রার্থী কবীর মান্না। বিজেপির সমীরন মিত্র।

কী বলেছিলেন মোদী?

আমি বাংলাকে আশ্বাস দিচ্ছি বাংলাকে তোলাবাজ মুক্ত করব।

ফল
১ লাখ ১০ হাজার ২১৫ টি ভোট নিয়ে জয় তৃণমূলের। বিজেপি খাতায় ৮৭ হাজার ১৪৩ ভোট।

 

জনসভা ৫

সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী ছিলেন অভিনেতা লাভলি মৈত্র। সেখানে বিজেপি প্রার্থী অভিনেতা অঞ্জনা বসু।

কী বলেছিলেন মোদী?

কোনও ভারতীয় বহিরাগত নয়। ২ মের পর বিজেপি সরকার গঠন করলে ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী।

ফল
৯৬ হাজার ৮২২ টি ভোট নিয়ে জয়ী তৃণমূল। বিজেপি পায় ৭৬ হাজার ৪৩২ টি ভোট।

 

জনসভা ৬

হাওড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ রায়। বিজেপির সঞ্জয় সিংহ।

কী বলেছিলেন মোদী?

দিদির দুর্নীতিগ্রস্ত সরকার ‘অপরাধের মামলা’ এবং ‘লুটপাটের মামলা’ দিয়ে গড়া। বিজেপি সরকার বাংলায় কর্মসংস্থান নিয়ে আসবে।

ফল

৯৬ হাজার ৪৬৫ টি ভোট নিয়ে জয়ী তৃণমূল প্রার্থী। বিজেপি পায় ৫৫ হাজার ৩৪০ টি ভোট।

 

জনসভা ৭

কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী ছিলেন উজ্জ্বল বিশ্বাস। বিজেপির মহাদেব সরকার।

কী বলেছিলেন মোদী?

দিদি এবং তাঁর দল দূর্নীতির সব মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এবারের ভোট কর্ম সংস্থানের দিকেই যাকে।

ফল

৯১ হাজার ৭৩৪ টি ভোট নিয়ে জয়ী তৃণমূল। বিজেপি পায় ৮২ হাজার ৪৩৩ টি ভোট।

 

জনসভা ৮

বর্ধমান উত্তরে তৃণমূল প্রার্থী ছিলেন নিশীথ কুমার মালিক। বিজেপির রাধাকান্ত রায়।

কী বলেছিলেন মোদী?

মাকে লুট, মাটি ও রক্তমাংসের মানুষকে নির্যাতন, এটাই দিদির আসল স্লোগান।

ফল

১ লাখ ১১ হাজার ২১১ টি ভোট নিয়ে জয়ী তৃণমূল। বিজেপি পায় ৯৩ হাজার ৯৪৩ টি ভোট।

 

জনসভা ৯

বারাসাতে তৃণমূলের চিরঞ্জীৎ চক্রবর্তীর সঙ্গে লড়াই ছিল বিজেপির শঙ্কর চ্যাটার্জির।

কী বলেছিলেন মোদী?

দিদির চিন্তা দিন দিন বেড়ে চলেছে। কারণ সামনেই ভোটের ফল। তাই ‘দিদি ও দিদি’ বললে এটুকুতেই রেগে যাচ্ছেন! বাংলার সব যুবকের মুখে এখন একটাই স্লোগান।

ফল

১ লাখ ৪ হাজার ৪৩১ ভোটে জয় পায় তৃণমূল। বিজেপি পেয়েছে ৮০ হাজার ৬৪৮ টি ভোট।

 

জনসভা ১০

জামুড়িয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন হরেরাম সিংহ, বিজেপির তাপস রায়।

কী বলেছিলেন মোদী?

মানুষ এখানে আসে কাজের জন্য কিন্তু আজ এখনকার মানুষই অন্যত্র যাচ্ছেন। মা-মাটি-মানুষের দিদি আজ মাফিয়া রাজ চালাচ্ছেন।

ফল

৭১ হাজার ০০২ টি ভোট নিয়ে জয়যুক্ত হল তৃণমূল। বিজেপি পায় ৬২ হাজার ৯৫১ ভোট।

Comments are closed.