নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি সফরে বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন প্রায় এক ঘন্টা মত দু’জনের কথা হয়।
এদিন বেলা দুটো নাগাদ দিল্লিতে অভিষেক ব্যানার্জির বাসভবনে আসেন কমলনাথ। সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী। আলোচনা শেষে দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। জোটের জল্পনা বাড়িয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, জোট নিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত দেবেন। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভবনাকে উড়িয়ে দিচ্ছেন না তিনি। এদিকে তৃণমূল সূত্রে খবর, সব ঠিক থাকলে বুধবার কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সঙ্গে একপ্রস্থ আলোচনায় বসতে পারেন মমতা ব্যানার্জি।
কংগ্রেস নেতা জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, পেগাসাস কাণ্ড এসব নিয়েই তাঁর মমতার সঙ্গে আলোচনা হয়েছে।
একুশের নির্বাচনের পর প্রথমবার দিল্লি গিয়েছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর এবারের দিল্লি সফর অন্যান্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। তাঁর এই রাজধানী সফরের দিকে কার্যত চেয়ে গোটা দেশের রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পাশাপাশি সমস্ত অ-বিজেপি নেতারদের সঙ্গেও মিটিং করবেন তিনি।
Comments are closed.