নীতীশজিকে অনুরোধ করছি, বিহারে বিরোধীদের বৈঠক ডাকুন; নবান্নের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা 

জয়প্রকাস নারায়ণ একসময় বিহার থেকে বিরোধী জোটের সূচনা করেছিলেন। সেই স্মৃতি উস্কে দিয়ে নবান্নের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমোর বার্তা,২৪ বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক হোক পাটনায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পাটনায় একটা বিরোধী বৈঠক ডকুন।

বিরোধী জোটের মুখ কে হবেন, তা নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, আমাদের মধ্যে কোনও ইগো নেই, আমরা সবাই এক। এদিন তিন জনেই একসুরে বুঝিয়ের দেন, ২০২৪-এর লোকসভা ভোটে তাঁদের মূল লক্ষ্যই হচ্ছে জোট বদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূল সুপ্রিমোর কথায়, বিজেপি নিজেকে হিরো ভাবছে, ওদের জিরো করতে হবে। একজোট হয়ে লড়াইয়ই এখন আমাদের মূল লক্ষ্য।

প্রথমে ঠিক ছিল মঙ্গলবার নবান্নে এসে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন নীতীশ কুমার। কিন্তু পরে জানা যায় তিনি সোমবারই আসছেন। এদিন দেখা যায় তিনি এক নন, তাঁর সঙ্গে রয়েছেন আরজেডি নেতা লালপুত্র তেজস্বী যাদব। জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক শেষেই রওনা দেবেন লখনউ। সেখানে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করবেন নীতীশ কুমার। সব মিলিয়ে ২৪ লোকসভা ভোটের আগে এই বৈঠল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

 

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }