জানুয়ারির প্রথম সপ্তাহ Student Week, ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি পাঠালেন মমতা ব্যানার্জি

জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্ট উইক পালিত হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার নতুন বছরের আগে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে স্কুলে স্কুলে চিঠি পাঠালেন মমতা ব্যানার্জি। চিঠিতে প্রথমেই লেখা আছে, শুনলে খুশি হবে নতুন বছরের প্রথম সপ্তাহটা এবার থেকে আমরা Student Week হিসেবে পালন করব বলে ঠিক করেছি। এই উপলক্ষ্যে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

চিঠিতে লেখা আছে আমাদের সরকার সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও তরুণের স্বপ্ন প্রকল্পের উল্লেখ করা হয়েছে চিঠিতে। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যত বলে জানিয়েছেন মমতা। চিঠিতে অভিভাবকদের কথা উল্লেখ করেছেন মমতা। বলেছেন,আমি নিশ্চিত, তোমরা জীবনে সফল হবে আর নিজেদের অভিভাবক ও দেশকে গর্বিত করবে।

ইতিমধ্যেই আগামী ১ ও ২ জানুয়ারি স্কুলে মিড ডে মিল দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের বলে জানানো হয়েছে জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। অন্যদিকে স্টুডেন্ট উইকে কর্মসূচি হিসেবে প্রায় ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে উচ্চ শিক্ষা দফতর।

Comments are closed.