শুক্রবার ২৯৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ মমতার, থাকছে চমকের পর চমক!

নিজের নাম কটি কেন্দ্রে ঘোষণা করবেন মমতা? জল্পনা

প্রতীক্ষার অবসান। শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, শুক্রবার বিকেলে একসঙ্গে ২৯৪ জন প্রার্থীর নামই ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। একইদিনে প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করার কথা বিজেপিরও। 

৫ মার্চ, শুক্রবার। একুশে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। দুপুরে বিজেপি এবং বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবে। তৃণমূল সূত্রের খবর, একবারে ২৯৪ টি কেন্দ্রের প্রার্থীর নামই সেদিন ঘোষণা করবেন মমতা ব্যানার্জি। 

নন্দীগ্রাম কেন্দ্রে ভোটে লড়বেন বলে আগেই জানিয়েছিলেন মমতা। শুক্রবার নিষ্পত্তি হবে ভবানীপুর থেকেও তিনি লড়বেন কিনা। এদিকে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক বড়ো চমক রয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এবার অন্তত ৪০ জন নতুন প্রার্থী হবেন। বাদ পড়বেন ৮০ বছরের বেশি বয়সী নেতারা। শুধু রাজনীতি নয়, ফিল্ম থেকে ক্রিকেট, সমাজকর্মী থেকে আদিবাসী নেতা, তৃণমূল প্রার্থী হতে পারেন নামীদামী মানুষেরাও। 

ক’দিন আগেই হুগলিতে মমতা ব্যানার্জির মঞ্চে তৃণমূলে যোগ দেন অভিনেতা সায়নী ঘোষ, প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি প্রমুখ। তৃণমূলের একটি সূত্রের দাবি মনোজ, সায়নী দুজনকেই প্রার্থী করবেন নেত্রী। ভোটে লড়তে তাঁদেরও কোনও আপত্তি নেই বলে জানা গিয়েছে। এছাড়াও অনেক চমক অপেক্ষা করছে তৃণমূলের প্রার্থী তালিকায়। 

এদিকে বিজেপির প্রথম দুই দফার জন্য প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে শুক্রবারই। সে জন্য দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। 

Comments are closed.