বিজেপির বিরুদ্ধে সব দলকে দেশজুড়ে একযোগে আন্দোলনে নামার ডাক মুখ্যমন্ত্রীর, এরাজ্যে এনআরসি হবে না

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফের সমস্ত বিরোধী দলকে দেশজুড়ে আন্দোলনে নামতে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিধানসভায় সর্বসম্মতভাবে আনা এনআরসি প্রস্তাবের ওপর আলোচনায় বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের সমস্ত গুরুত্বপূর্ণ কাঠামো আজ আক্রান্ত। কারও কোনও স্বাধীনতা নেই। ভোটে জিতে ক্ষমতায় এসেছে বলে বিজেপি যা খুশি করছে। এরপরই সমস্ত বিরোধী দলের কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান, আমি আবার বলছি এদের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র রাস্তা আন্দোলন। চলুন, সমস্ত বিরোধী দল গোটা দেশে একযোগে আন্দোলন শুরু করি। বাংলা আন্দোলনের মাটি, আমরা প্রতিবাদ করতে ভয় পাই না।
অসমের এনআরসিতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া থেকে, চিদম্বরমকে তিহার জেলে রাখা, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পদ্ধতি, বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
এদিন আরআরসি নিয়ে প্রস্তাবের আলোচনায় বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, কোনওভাবেই এ রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না।

Comments are closed.