শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়কে বিশাল ধস, আটকে বহু পর্যটক

উত্তরবঙ্গে এসেছে বর্ষা। আর বর্ষা ঢুকতেই পাহাড়ে ধস। গত দুদিন ধরে দার্জিলিং ও সিকিমে একটানা বৃষ্টি চলছে। আর সেইকারণেই বৃহস্পতিবার সকালে সিকিমের কয়েকটি এলাকায় ধস নামে।

শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ফলে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিকিম থেকে যেসব পর্যটকরা শিলিগুড়ি ফিরছিলেন তাঁরা আটকে পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর অন্যপথে শিলিগুড়ি থেকে সিকিমগামী ও সিকিম থেকে শিলিগুড়িগামী গাড়িগুলিকে চালানোর ব্যবস্থা করা হয়। পুরো বিষয়টি দেখাশোনা করছেন দার্জিলিং ও কালিম্পংয়ের প্রশাসন।

শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের মাঝে দু জায়গায় ধস নামে। সিকিমের ২৯ মাইল থেকে সেবক এলাকা পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয়। ধসের ফলে রোলেপ হয়ে মাচং, পারখা, বড়পাথিং, লিংকি, রোলেপ, রংলি সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে যায়। এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের নিত্যযাত্রীরা, কৃষকরা ও পর্যটকরা বিপাকে পড়েছেন।

Comments are closed.