হোলির দিনেও শহরে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী; নজরদারির জন্য নেওয়া হচ্ছে একগুছ পদক্ষেপ 

দোলের মতো হোলির দিনেও শহরে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। জানা গিয়েছে, দোলের দিন কলকাতা পুলিশের প্রায় ২ হাজার ৭০০ পুলিশ কর্মী গোটা শহরজুড়ে মোতায়েন করা ছিল। হোলির দিনও শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে প্রায় ১ হাজার ৩০০ পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। 

লালবাজার সূত্রে খবর, এই বিরাট পুলিশ বাহিনীর মধ্যে ২৬ জন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারও থাকছেন। এছাড়াও ৪০ টিরও বেশি মোটর সাইকেলের মাধ্যমে গোটা শহরজুড়ে নজরদারি চালানো হবে। শুধু তাই নয়, শহরজুড়ে শুধু হোলির জন্য ৬০টি পিসিআর ভ্যান রাখা থাকছে। এছাড়াও ৪০টি হাই রেসপন্স ফ্লাইং স্কোয়াডও সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে দ্রুত এড়ানো যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন গঙ্গারঘাটগুলোতেও এই দু’দিন কলকাতা পুলিশের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে উৎসবের মরশুমে শহর কলকাতার জন্য ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

Comments are closed.