কলকাতাই কি প্রথন 5G পরিষেবা পাচ্ছে? সংবাদ সংস্থার ট্যুইটে শুরু জল্পনা

দেশের মধ্যে কলকাতাতেই প্রথম চালু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবা? একটি সংবাদ সংস্থার ট্যুইটে এমনই ইঙ্গিত মিলেছে। ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফে ১৩ টি শহররকে তালিকায় রাখা হয়েছে। তালিকার প্রথমেই কলকাতার নাম রয়েছে। আর যার জেরেই শুরু হয়েছে জল্পনা।

5G পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই নানান আলোচনা হচ্ছে। সম্প্রতি এয়ারটেলের উদ্যোগে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে 5G পরিষেবার ট্রায়াল হয়। গোটা বিষয়টি নোকিয়ার তত্বাবধানে হয়। ট্রায়াল শেষে সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, 5G ট্রায়াল সফল হয়েছে।

ডিপার্টমেন্ট অব টেলিকমের তরফে যে ১৩ টি শহরের নাম নির্বাচিত করা হয়েছে সেগুলি হল, কলকাতা, বেঙ্গালুরু, গুরগাঁও, পুনে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, গান্ধীনগর, লখনউ, চেন্নাই, আমেদাবাদ, চন্ডীগড় এবং জামনগর।

Comments are closed.