এত তাড়া কীসের? কটাক্ষ সেলিমের, বললেন ৮ দফা মানেই অবাধ ও সুষ্ঠু ভোট নয়

গোটা মে মাসটাই সময় ছিল। এত তাড়াহুড়ো কিসের? ভোটের নির্ঘন্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মহম্মদ সেলিম। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ প্রকাশ করে। এরপরেই সাংবাদিক সম্মেলন করে সেলিম জানান, ভোটে মানুষের অংশ নেওয়ার জন্য প্রচারের সময় দিতে হয়।

বাংলায় নজিরবিহীন ভাবে ৮ দফা ভোটের ঘোষণা হয়েছে। সেলিমের মতে, ৮ দফায় ভোট হওয়া মানেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন তা নয়, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজন সস্ক্রিয় নির্বাচন কমিশনকে। না হলে ১০০ দফায় ভোট করেও মানুষের বিশ্বাস অর্জন করা যাবে না।

তিনি জানান, আগামী র বিবার থেকে ব্রিগডকে সাম নে রেখেই নির্বাচ নের প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন।

Comments are closed.