নিজের গাড়ি দিলেন রেড ভলান্টিয়ারদের, চালকের কাজেও রাজি! মাস্টারমশাইকে ধন্যবাদ সেলিমের

নিজের প্রয়োজনে কেনা স্করপিও গাড়ি #RedVolunteersদের বাদকুল্লা শাখাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার জন্য দিয়ে দিলেন মাস্টারমশাই

সরকারে নেই, দরকারে আছি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এই স্লোগানকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছে বামেদের তরুণ ব্রিগেড। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে ভরসা জোগাতে পথে নেমেছে ‘রেড ভলান্টিয়ার্স’।

কোথাও অক্সিজেন নেই তো আবার কোথাও অ্যাম্বুলেন্স পরিষেবা বিকল। সর্বত্র মুশকিল আসান সেই রেড ভলান্টিয়ার্স।

এই রেড ভলান্টিয়াররা পাশে পেয়েছেন আরও কিছু সহৃদয় মানুষকে। যাঁরা অতিমারির সময় মানুষের পাশে থাকার প্রয়াস নিয়েছেন। আর এই কাজেও তাঁরা বেছে নিয়েছেন রেড ভলান্টিয়ার্সকে।

বাপুজীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলেন্দু রায়। নিজের প্রয়োজনে কেনা স্করপিও গাড়ি #RedVolunteersদের বাদকুল্লা শাখাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার জন্য দিয়ে দিলেন মাস্টারমশাই।

এ কথা ফেসবুকে জানিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এখানেই শেষ নয়, সেলিম লিখেছেন, প্রয়োজনে মাস্টারমশাই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হতেও রাজি! করোনা কালে গাড়ি থাকলেও তা চালানর লোকের অভাব প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এবার রেড ভলান্টিয়াররা পেয়ে গেলেন চালক সহ অ্যাম্বুলেন্স।

জানা গেছে, প্রথম দিকে নিজেদের পকেটের টাকা দিয়ে কাজ শুরু করলেও পরে রেড ভলান্টিয়ারদের আর্থিকভাবে সহায়তা করছেন বহু মানুষ। জেলা, শহরের পাশাপাশি বিদেশ থেকেও সাহায্য করতে চেয়ে ফোন আসছে বলেই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তবে শুধু অর্থ সাহায্যই নয়। বাপুজীনগর উচ্চ বিদ্যালয়ের হেড স্যার যেভাবে নিজের গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য রেড ভলান্টিয়ারকে প্রদান করলেন এবং নিজেই চালকের কাজ করতে রাজি বলে জানিয়ে দিলেন, তাতে অভিভূত রেড ভলান্টিয়াররা।

Comments are closed.